শাহপরান সরকারি কলেজ এর সংক্ষিপ্ত ইতিহাস
শাহপরান সরকারি কলেজ, সিলেট এর পূর্ব নাম সিলেট গভ: কমার্শিয়াল ইনস্টিটিউট। সিলেট গভ: কমার্শিয়াল ইনস্টিটিউট ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে ২টি বেসরকারি এবং ১৬টি সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট ছিল। শুরুতে এই প্রতিষ্ঠানগুলো শ্রমশক্তি মন্ত্রণালয়ের অধীনে ছিল। পাকিস্তান শাসনামলে উপনিবেশিক শাসনকার্য পরিচালনার্থে এদেশে অফিসের করনিক কার্য সুসম্পন্ন করার লক্ষে জনশক্তি তৈরি করার জন্য এ সকল প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। এসকল প্রতিষ্ঠানে অফিসের কিছু বিষয়ে তাত্ত্বিক শিক্ষা দিয়ে ব্যবহারিক হিসেবে বাংলা ও ইংরেজি টাইপ এবং বাংলা ও ইংরেজি শাটলিপি শিক্ষা দেওয়া হত। যাতে তারা বিভিন্ন অফিসে অফিস সহকারির কার্যাবলী করতে পারে। পরবর্তীতে এ সকল প্রতিষ্ঠানকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ন্যস্ত করা হয় এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে একীভূত করে শিক্ষাদান কার্য পরিচালনা করা হয় কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে তাদের সুযোগ সুবিধার ব্যাপারে মতানৈক্যের ফলে ১৯৮২ সালে কমার্শিয়াল ইনস্টিটিউটগুলো কারিগরি শিক্ষা বোর্ড থেকে বের হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলে আসে। ঢাকা শিক্ষাবোর্ড আলাদা একটি কমার্শিয়াল সেল গঠন করে তাদের শিক্ষা কার্যক্রম পরিচলনা করে । বর্তমানে এ শিক্ষা ব্যবস্থার অনেক বিষয় অপ্রচলিত হয়ে যাওয়ায় এবং শিক্ষাব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করার লক্ষে ২০১৬ সালের ১২ই মে তারিখে শিক্ষামন্ত্রণালয়ের আদেশে এই প্রতিষ্ঠানগুলো সাধারণ কলেজে রূপান্তর করে দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ন্যস্ত করা হয়।
একই আদেশে সিলেট গভ: কমার্শিয়াল ইনস্টিটিউট এর নাম শাহ্পরান সরকারি কলেজ করে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এ তিন বিভাগে ছাত্রছাত্রী ভর্তির অনুমতি প্রদান করা হয়।