মেনু নির্বাচন করুন

প্রতিষ্ঠানের নিয়মাবলী


প্রতিষ্ঠানের নিয়মাবলী


১। প্রতিষ্ঠানের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং তা মেনে চলা প্রত্যেক ছাত্র-ছাত্রীর কর্তব্য। আইন শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে কেহ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বা কোন ধরনের অশোভনীয় আচরণ পরিলক্ষিত হলে কারন দর্শানো ব্যতিরেকেই তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হবে।
২। প্রতিমাসের শেষ শনিবার সকাল ১১.০০ টা থেকে বেলা ১টা পর্যন্ত অভিভাবকবৃন্দ তাদের শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে আলোচনা করতে পারবেন।
৩। কলেজের ক্লাস শুরু সকাল ৯.০০ ঘটিকায়। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই ৯.০০ মিনিটের মধ্যে ক্লাসরুমে প্রবেশ করতে হবে। ক্লাস শুরুর পরে ক্লাসরুমে প্রবেশ করতে দেয়া হবে না । প্রতিষ্ঠানে উপস্থিতির নির্ধারিত সময় ৮.৪৫ মিনিটের মধ্যে। ৯.১৫ এর পর প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না ।
৪ । প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই আইডি কার্ড ধারণ করতে হবে এবং প্রয়োজনে প্ৰদৰ্শন করতে হবে। (আইডি কার্ড সরবরাহ করার পর প্রযোজ্য)।
৫। ক্লাস চলাকালীন প্রত্যেক ছাত্রছাত্রীকে নিজ নিজ মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
৬। প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রতিষ্ঠানের নির্ধারিত পোষাক পরিধান করতে হবে। প্রত্যেক ছাত্রকে সাদা শার্ট এবং কালো প্যান্ট, কালো জুতা পরিধান করতে হবে । প্রত্যেক ছাত্রীকে সাদা কামিজ, কালো সেলোয়ার, কালো ওড়না এবং কালো জুতা পরিধান করতে হবে। ধর্মীয় পোষাক পড়লেও কলেজের নির্ধারিত পোষাক পড়তে হবে ।
৭। কোন ছাত্র-ছাত্রীকে বহিরাগত বা অন্য কাউকে নিয়ে কলেজে ঘুরাফেরার বা ক্লাসরুমে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না ।
৮। সকল ছাত্রছাত্রীকে কলেজের সকল প্রযোজ্য পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার পূর্বে কলেজের সকল দেনা পাওনা পরিশোধ করে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। যারা প্রবেশ পত্র সংগ্রহ করবে না তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯। ছাত্রছাত্রীদেরকে প্রতি বিষয়ের বহুনির্বাচনী ও সৃজনশীল অংশে পৃথক পৃথকভাবে পাস করতে হবে।
১০। বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রীকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না ।
১১। প্রতিষ্ঠানে ৭৫% উপস্থিত না থাকলে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। এবং কোন বৃত্তি বা উপবৃত্তি প্রাপ্তির যোগ্যতা হারাবে।
১২। পরীক্ষার সময় পরীক্ষার হলে কোন ছাত্রছাত্রী মোবাইল ফোন এবং ব্যাগ সঙ্গে আনতে পারবে না ।
১৩। ছাত্রছাত্রীদেরকে প্রতিষ্ঠানের সকল সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।
১৪। পিতা মাতা অথবা আইনানুগ অভিভাবকের লিখিত আবেদন ব্যতীত প্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির পূর্বে প্রতিষ্ঠান ত্যাগ করার অনুমতি দেওয়া হবে না ।
বিঃ দ্রঃ সিসিটিভি ক্যামেরা দ্বারা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।